মানবিক বিপর্যয়ে ইউক্রেন, পালাল লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ ফেব্রুয়ারী ২৭, ১০:৪০ পূর্বাহ্ন

মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ইউক্রেনে। ইতোমধ্যে দেশ ছেড়েছেন ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ। বেশির ভাগ আশ্রয় নিয়েছেন পাশের দেশ পোল্যান্ডে। অনেকে এখনো নিরাপদ আশ্রয়ের খোঁজে হেঁটে চলেছেন সীমান্তের দিকে। সবশেষ ৪ ঘণ্টায় সীমান্ত পার হয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ।

কিয়েভে হামলা শুরুর পর আতঙ্কে শহর ছেড়ে অনেকেই ভিড় করছেন ট্রেন স্টেশনগুলোয়। কয়েক কিলোমিটার হেঁটে চলেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। ইউক্রেন ছাড়তে সীমান্তবর্তী এলাকায় বেড়েই চলেছে মানুষের ঢল।

এদিকে ইউক্রেন ছেড়ে রোমানিয়ায় আশ্রয় নেয়াদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে মানবাধিকার সংগঠনগুলো। খাবার, পানি আর ওষুধপত্র সরবরাহ করতে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে রোমানিয়ার সীমান্তবর্তী সিরেত শহরে।

রাশিয়ার একের পর এক বিমান হামলায় ধংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। আর তাই জীবন বাচাঁতে পোল্যান্ডের সীমান্তে ভিড় করছেন ইউক্রেনের বেসামরিক নাগরিকরা।


রুশ সেনাদের অভিযান থেকে বাঁচতে অনেকে আবার দেশ ছেড়ে পালাতে না পেরে আশ্রয় নিয়েছেন গির্জায়। পরিবার নিয়ে কোনো রকম বেঁচে থাকাটাই যেন এখন তাদের একমাত্র চাওয়া।

এ অবস্থায় বিভিন্ন দেশের পাশাপাশি শরণার্থীদের গ্রহণে এগিয়ে এসেছে জার্মানি। ইউক্রেনের নাগরিকদের জার্মানি প্রবেশে কোনো ভিসা লাগবে না বলে জানিয়েছে বার্লিন।

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন থেকে বাঁচতে ঘর ছেড়ে যাওয়া মানুষ নিরাপদ স্থানে পৌঁছালেও অনেকেই আছেন অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায়। কবে হামলা বন্ধ হবে আর কবে ফিরবেন নিজ মাতৃভূমিতে তা জানা নেই কারো।

 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework