আর্জেন্টিনা দলে পুরোপুরি বদলে যান মেসি

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ মার্চ ১৪, ১১:০৪ পূর্বাহ্ন

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে নাম লেখানোর পর থেকে ঠিক ছন্দে দেখা যাচ্ছে না সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে। প্রায় ম্যাচেই কেমন মনমরা মনে হয় এ আর্জেন্টাইন তারকাকে।

সবশেষ রোববার ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে তো একপ্রকার নতুন অভিজ্ঞতাই হয়েছে মেসির। পিএসজির ঘরের মাঠের দর্শকদের দুয়ো শুনতে হয়েছে সাতবারের ব্যালন ডি অর জয়ী ফুটবলারকে।

তবে আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচ ও সাবেক ফুটবলার রবার্তো আয়ালা মেসির বর্তমান অবস্থা নিয়ে মোটেও চিন্তিত নন। কারণ তার মতে, জাতীয় দলে ফিরলেই পুরোপুরি বদলে যান মেসি।

পিএসজির মাঠে মেসির দুয়ো শোনার কারণ মূলত চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে হার। শেষ ষোলোর দ্বিতীয় লেগে ১-৩ গোলে হেরে কোয়ার্টারের আগেই বিদায় নিয়েছে পিএসজি। এটি নিয়ে চিন্তিত নন আয়ালা।

তিনি বলেছেন, ‘আমাদের জন্য পিএসজির হার কোনো সমস্যা নয়। আমরা মেসিকে খুব ভালোভাবেই দেখি। যখন জাতীয় দলের খেলা আসে, তখন সে পুরোপুরি ভিন্ন একজন খেলোয়াড়। পুরো দল তাকে ঘিরে রাখে। সে নিজেও দলের অংশ হিসেবে থাকতে চায়।’

আয়ালা আরও যোগ করেন, ‘অনেকের জন্যই মেসি একজন আদর্শ এবং সে তাদের হয়েই খেলে। সে চায় তাকে যেনো দলের অন্যদের মতোই বিবেচনা করা হয়। এখানে সবকিছু ভালো চলছে। সে ভালো আছে এবং উপভোগ করছে।’

শুধু মাঠে নয়, মাঠের বাইরেও নেতার মতো কাজ করেন মেসি- এমনটা জানিয়ে তিনি বলেন, ‘আমি তাকে (মেসি) একজন নেতা হিসেবে দেখি। যে শুধু মাঠে নয়, মাঠের বাইরেও অনেক ছোট ছোট কাজ করে। যা আমাদের জন্য বড় পাওয়া।’

এসময় আর্জেন্টিনা দল নিয়ে আয়ালা বলেন, ‘দারুণ একটি দল তৈরি হয়েছে। সবাই খেলা উপভোগ করছে। আমরা যেভাবে চাচ্ছি সেভাবেই অনুশীলনগুলো হচ্ছে। আমাদের কাজ সহজ হয় কারণ তারা (খেলোয়াড়রা) এটি সহজ করে দেয়। তাদের মধ্যে কোনো বড় মুখ নেই।’

লাতিন অঞ্চল থেকে এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। তবে এখনও বাকি রয়েছে তাদের তিনটি ম্যাচ। আগামী ২৬ মার্চ ভেনেজুয়েলা ও ৩০ মার্চ ইকুয়েডরের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। অন্য ম্যাচটি হবে ব্রাজিলের বিপক্ষে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework