ড্রেসিংরুমে সিগারেট টেনে শাস্তির শঙ্কায় সুজন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২৩ ফেব্রুয়ারী ১১, ১২:৫১ অপরাহ্ন

গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্স পায় স্বস্তির জয়। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া দলটি হারায় ফরচুন বরিশালকে।

এই ম্যাচে আলো ছড়ান মাহমুদুল হাসান জয় ও হাবিবুর রহমান সোহান। এই দুজনের ওপর আস্থা রেখেছিলেন খুলনার কোচ খালেদ মাহমুদ সুজন।
কিন্তু এমন দিনে বিব্রতকর পরিস্থিতির মধ্যেই পড়েছেন তিনি। ড্রেসিংরুমে তার সিগারেট ধরানোর ছবি দেখানো হয় টিভি পর্দায়। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ওই ছবি।  

নিয়ম অনুযায়ী, এমন ঘটনা ঘটিয়ে শাস্তির মুখে পড়তে পারেন সুজন। তাকে করা হতে পারে মৌখিক সতর্ক অথবা দেওয়া হতে পারে আর্থিক শাস্তি। বিপিএলে নিয়মিতই কোচিং করান সুজন।

নিয়ম-কানুনও তার ভালোই জানার কথা। তবুও এমন কাণ্ড করায় ম্যাচ ফির ১৫ থেকে ২০ শতাংশ কাটা যেতে পারে সুজনের।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework