'আইপিএল ট্রফিই জেতেননি, বিশ্বকাপ অনেক দূর'

খেলা
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ জুলাই ১৩, ০৬:৩২ পূর্বাহ্ন


অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতলেও সিনিয়র দলের অধিনায়ক হিসেবে ভারতকে একটাও আইসিসি ট্রফি এনে দিতে পারেননি বিরাট কোহলি- সম্প্রতি তা নিয়েই ঝড় ওঠে সোশাল মিডিয়ায়। আর সে প্রসঙ্গেই মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না।

ভারতের অন্যতম বাঁ হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না বলেন, "আমি মনে করি তিনি এক নম্বর অধিনায়ক হয়েছেন। তার রেকর্ড প্রমাণ করে যে সে অনেক কিছু অর্জন করেছেন। আমি মনে করি তিনি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। আইসিসি ট্রফির কথা বলছেন তবে তিনি এখনও আইপিএল জিততে পারেননি। আমার মনে হয় তাকে কিছুটা সময় দেওয়া দরকার।"
রায়নার কথায়, "একের পর এক তিনটি ওর্য়াল্ড কাপ রয়েছে। দু'টি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে ওঠাটাও মোটেই সহজ না। কখনও কখনও কিছু জিনিস মিস হয়ে যায়"।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর থেকেই তাই ভারত অধিনায়কের সমালোচনায় মুখর অনেকে।

 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework