ওয়াশিংটন পোস্টে ড. ইউনুসকে নিয়ে যে বক্তব্য ছাপা হয়েছে তা সংবাদ নয় , বিজ্ঞাপন - পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ জানুয়ারী ৩০, ১২:৫৩ অপরাহ্ন

অনলাইন ডেক্স : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ওয়াশিংটন পোস্টে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে অন্যান্য নোবেল বিজয়ীদের যে বক্তব্য ছাপা হয়েছে, সেটা বিজ্ঞাপন, কোনো সংবাদ নয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ১৪ জন অনাবাসী রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।  

বৈঠক শেষে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন পোস্টে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে অন্যান্য নোবেল বিজয়ীদের যে বক্তব্য ছাপা হয়েছে, সেটা বিজ্ঞাপন, কোনো সংবাদ নয়। এ লবিস্ট ফার্মের মাধ্যমে এ ধরনের বিজ্ঞাপন তাকে নিয়ে আগেও দেওয়া হয়েছে।

বাংলাদেশের বিচার ব্যবস্থা খুব স্বচ্ছ দাবি করে মন্ত্রী বলেন, বিচার ব্যবস্থা স্বচ্ছ বিধায় সরকারি দলের অনেকেই বিচারের সম্মুখীন হয়, জেলেও যায়। ড. ইউনূসের মামলায় সরকার  কোনো পক্ষ নয়, যেসব শ্রমিক-কর্মচারীরা বঞ্চিত হয়েছেন, তারাই তার নামে মামলা করেছেন।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সরকারকে অভিনন্দন জানাতেই রাষ্ট্রদূতরা বাংলাদেশে এসেছেন। তারা গতকাল টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতেও শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। তাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।

বৈঠকে গাম্বিয়া, পেরু, হাঙ্গেরি, নর্থ মেসিডোনিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework