ফেরী চলাচল বন্ধ : দৌলত‌দিয়ায় নদী পা‌রের অপেক্ষায় শত শত যাত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মে ০৮, ১০:১৩ পূর্বাহ্ন
বিআইড‌ব্লিউ‌টি‌সি’র হঠাৎ ফে‌রি চলাচল বন্ধের ঘোষণায় চরম ভো‌গা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে দে‌শের গুরুত্বপূর্ণ দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুট দি‌য়ে পারাপার হওয়া যানবাহনের চালক ও যাত্রীরা। ফলে নদী পা‌রের অপেক্ষায় দৌলত‌দিয়া প্রান্তে আটকা প‌ড়ে‌ছে অ্যাম্বুলেন্স, প্রাই‌ভেটকার, মাই‌ক্রোবাসসহ কয়েকশো যানবাহন। এছাড়া আটকা প‌ড়ে‌ছে জরুরী ও বিশেষ প্র‌য়োজ‌নে ঢাকামু‌খি শত শত যাত্রী। শ‌নিবার সকা‌লে দৌলত‌দিয়া ফেরি ঘা‌টের পন্টুন ও ঘা‌টের অ্যাপ্রোচ সড়‌কে অপেক্ষারত যাত্রী ও যানবাহনের এমন চিত্র দেখা যায়। ‌বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট ব্যবস্থাপক ফি‌রোজ খান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৬টা থেকে ফে‌রি চলাচল সম্পূর্ণ বন্ধ রেখেছেন। দিনে কোন যানবাহন বা যাত্রী পারাপার করবে না। তবে জরুরী সেবার অ্যাম্বুলেন্স এক সঙ্গে ৮/১০ হলে ছোট ফে‌রি দি‌য়ে‌ সে‌টি পার করা হবে। এছাড়া রা‌তে পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে। ফে‌রি বন্ধ থাকায় দৌলত‌দিয়া প্রান্তে যাত্রী ও ছোট যানবাহনের কিছুটা চাপ রয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework