সীতাকুণ্ডে নগদ টাকাও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাত দল।


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৩, ০১:৩১ অপরাহ্ন

সীতাকুণ্ড পৌরসভায় একটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকাসহ-স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ সময় বাধা দেওয়ায় দুইজনকে ছুরিকাঘাত করে ডাকাতরা।

১২ ফেব্রুয়ারি  রোজ সোমবার দিবাগত রাতে পৌরসদরের শেখপাড়া এলাকায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দিনের বাড়িতে ডাকাত দল হানা দেয়।

মুখোশ পড়া (১০-১২) জন অস্ত্রধারী ডাকাত পরিবারের সবাইকে দড়ি দিয়ে বেঁধে সবকিছু লুট করে নিয়ে গেছে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করায়  আমার মেয়ের জামাই ও তার ভাইকে ছুরিকাঘাত করে ডাকাত দল । আমার এক ভাইয়ের পরিবার হজে গেছেন তার কি লুট হয়েছে জানি না। আমাদের নগদ এক লাখ ২০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণ লুট হয়েছে সংঙ্গবদ্ধ ডাকাত দল।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework