৬৫ বছরের বেশি বয়সীরা আগামী বছর হজে যেতে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ অক্টোবর ০৪, ০৩:০০ অপরাহ্ন

৬৫ বছরের বেশি বয়সীরাও আগামী বছর থেকে হজে যেতে পারবে। এক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উঠে যাবে বলে আশাপ্রকাশ করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের নির্দেশনার কারণে এ বছর কোটার অর্ধেক ৬০ হাজার হজযাত্রী পাঠাতে পেরেছে বাংলাদেশ। করোনা পরিস্থিতি একই রকম থাকলে আগামী বছর পূ্র্ণ কোটায় ১ লাখ ৪০ হাজার হজযাত্রী পাঠানো যাবে বলে আশা করেন ধর্ম প্রতিমন্ত্রী।


এ সময় ফরিদুল হক খান বলেন, করোনা পরিস্থিতির কারণে এ বছর ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারেননি। সুস্থ থাকলে আগামী বছর সব বয়সীরা যেতে পারবে বলে প্রত্যাশা ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের। এ নিয়ে সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework