প্রবাস ফেরত স্বামী টাকার হিসেব চাওয়ায় গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ সেপ্টেম্বর ১৪, ১১:২৭ পূর্বাহ্ন

প্রবাস ফেরত স্বামী বিদেশ থেকে পাঠানো টাকার হিসেব চাওয়ায় সেলিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সেলিনা খাতুন গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

জানা গেছে, টাকার হিসেব-নিকেশ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে গত ৯ সেপ্টম্বর সেলিনা বিষপান করেন। মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১০ সেপ্টেম্বর তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আরও উন্ন চিকিৎসার জন্য সেখান থেকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ওই গৃহবধুর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে প্রবাস থেকে বাড়ি ফিরেছেন মফিজুল। স্ত্রীর কাছে পাঠানো টাকার হিসেব চাওয়ায় সেলিনা আগাছা দমন নাশক কীটনাশক পান করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। কারো পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework