মুহাম্মদ (সা.) কে কটূক্তি, বৃষ্টিতে ভিজে হাজারো মানুষের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ Jun ১৪, ০১:৪৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল কমূসূচি পালন করে উলামা পরিষদ। ভারতে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে গত দুইদিন ধরে চলছে এই বিক্ষোভ। সোমবার (১৩ জুন) দুপুরে মৌলভীবাজার শহরের টাউন ঈদগাহ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় শুরু হয় বৃষ্টি। কিন্তু আগত ধর্মপ্রাণ মানুষরা বৃষ্টি উপেক্ষা করেই মিছিলে অংশ নেন। বিভিন্ন স্লোগান দিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো পরিদর্শন করেন।

মিছিলে নেতৃত্ব দেন বরুনার পরী শায়খুল হাদিস রশিদুর রহমান ফারুক। এর আগে টাউন ইদগাহে সমাবেশ হয়। এছাড়া সমাবেশে মৌলভীবাজারের বিভিন্ন কওমি মাদরাসার মুহতামিম, ইমামা-খতিব ও মাদরাসা শিক্ষকরা বক্তব্য রাখেন। বিক্ষোভে রায়পুর, দারুল উলুম, জামেয়া দ্বীনিয়া, জামেয়া আরাবিয়া, নুরুল কুরআন, বরুণা, শেখবাড়িসহ বিভিন্ন মাদরাসার হাজার হাজার ছাত্র-শিক্ষকরা মিছিল ও সমাবেশে অংশ নেন।

মিছিলে বিক্ষোভকারীরা নানা প্রতিবাদী শ্লোগান দিয়ে পুরো রাজপথ দখলে রাখেন। এসময় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। মিছিল শেষে একদিকে বৃষ্টি অপরদিকে বরুনার পীর রশিদুর রহমান ফারুক হাজারো প্রতিবাদী মুসল্লীদের নিয়ে মোনাজাতে কান্নায় ভেঙ্গে পড়েন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework