বুধবার, ২০২৫ আগস্ট ১৩, ২৯ শ্রাবণ ১৪৩২
#
জেলা-উপজেলা জেলা-উপজেলা

ময়মনসিংহে র‍্যাবের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়,আটক ৪ জঙ্গি

জেলা প্রতিনিধি | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ সেপ্টেম্বর ০৪, ০৯:১৩ পূর্বাহ্ন
#
প্রতীকী ছবি।

ময়মনসিংহ সদরের খাগডহর এলাকা থেকে অস্ত্রসহ ৪ জঙ্গিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান।

জানা যায়, শনিবার রাত ১২টার পরে র‍্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে খাগডহর এলাকায় অভিযান শুরু করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরাও পাল্টা গুলি ছুঁড়ে।

পরে অভিযানের এক পর্যায়ে ৪ জঙ্গিকে আটক করে র‍্যাব।

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান বাংলানিউজকে এই খবর নিশ্চিত করেছেন।

বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান র‍্যাব কর্মকরতারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video