মঙ্গলবার, ২০২৫ আগস্ট ০৫, ২১ শ্রাবণ ১৪৩২
#
প্রযুক্তি প্রযুক্তি

ফেসবুকে ব্যবসা করতে ট্রেড লাইসেন্সের বাধ্যবাধকতা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মার্চ ২৫, ১২:১৭ অপরাহ্ন
#

সম্প্রতি ফেসবুকে ব্যবসা করতে ট্রেড লাইসেন্সের বাধ্যবাধকতাকে তারা স্বাগত জানালেও শঙ্কা ট্রেড লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া ও বিভিন্ন খরচ নিয়ে। বানিজ্য মন্ত্রণালয়ের আশ্বাস, ট্রেড লাইসেন্স প্রক্রিয়ায় আনা হবে শিথিলতা। আসতে পারে বিকল্প প্রস্তাবও।

ভালো মন্দের মিশেলে ক্ষুদ্র উদ্যোক্তাদের এসব মন্তব্য ডিজিটাল কমার্স নির্দেশিকার বিষয়ে। যাতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসা করতে নিতে হবে ট্রেড লাইসেন্স। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অধিকাংশ ক্ষুদ্র উদ্যোক্তা। কিন্তু বিষয়টি অনেকের কাছে নতুন আর ঝামেলাপূর্ণ মনে হওয়ায় জোরালো দাবি, প্রক্রিয়া সহজ করার। ই-ক্যাবের হিসাবে, কেবল ফেসবুক প্ল্যাটফর্মে প্রায় ৫ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা ব্যবসা করছেন। যাদের বড় একটা অংশ গৃহিনী ও শিক্ষার্থী। তাদের কথা মাথায় রেখে ডিজিটাল কমার্স নির্দেশিকা- ২০২১ এর খসড়া সংশোধনী বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে ই-ক্যাব। যেখানে, বিশেষ সুবিধার প্রস্তাব করা হয়েছে নারী, শিক্ষার্থী, আদিবাসী আর মুক্তিযোদ্ধার জন্য। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, অংশীজনদের সাথে আলোচনা করে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এমনকি আসতে পারে বিকল্প প্রস্তাবও। ফেসবুকভিত্তিক ই-কমার্স ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি, ভ্যাট ও ট্যাক্সের জন্য বছরে খরচ করতে হবে প্রায় ৪ হাজার টাকা। যা থেকে সরকারের বার্ষিক আয় হবে প্রায় দুইশ কোটি টাকা। ২৪ টিভি/এডি
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video