শাহরুখের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ ফেব্রুয়ারী ২৩, ১২:০১ অপরাহ্ন

বলিউড বাদশা শাহরুখ খানের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’। বক্স অফিসে পাইনি সাফল্য। গেল বছর মাদককাণ্ডে জড়ায় ছেলের নাম। এরপর তাকে বড়পর্দা সেই সঙ্গে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা দেখা যায়নি। এমনকি আইপিএলের নিলামেও তাকে দেখা যায়নি।

অবশেষে দেখা দিলেন বলিউড কিং শাহরুখ খান। ঝড় তুফান তুলে একেবারে অতিপরিচিত মেজাজে নতুন বিজ্ঞাপনে ফিরলেন শাহরুখ। আর তা দেখে উচ্ছ্বাস নেটপাড়া।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জনপ্রিয় এক ঠান্ডা পানীয়র বিজ্ঞাপন ভিডিওতে অ্যাকশন অবতারে হাজির হলেন শাহরুখ। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে ওই বিজ্ঞাপন ভিডিও পোস্ট করেছেন শাহরুখ।

এর আগেও বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। তবে এবার ধরা দিয়েছেন নতুন ভাবে। কাঁধ অবধি লম্বা চুল, চোখে স্থির দৃষ্টি। সঙ্গে পরনে কালো পোশাকে শাহরুখ যেন সেই ঠান্ডা মাথার  'ডন'-এর মেজাজে ধরা দিলেন।

অবশ্য এ লুক যে তার আগামী সিনেমা 'পাঠান'-এর জন্য, সে কথা এতদিনে সবারই জানা। এ ভিডিওতে দেখা যাচ্ছে একটি চলন্ত ট্রেনের ছাদ থেকে কামরায় ওত পেতে থাকা গুণ্ডাবাহিনীকে একা হাতে শায়েস্তা করছেন শাহরুখ।

বিজ্ঞাপন ভিডিওটি পোস্ট করে শাহরুখ ক্যাপশনে লিখেছেন, এর নাম তো শুনেইছো, এটাকে সফট ড্রিংকস বলে না, বলতে হয় তুফান..। ভক্তরা যে কিং খানের এমন অবতার অনেক দিন থেকেই মিস করছেন কমেন্ট বক্সে অনেকেই জানিয়েছেন সে কথা। ইতোমধ্যেই এই ভিডিওর ভিউয়ার্স কয়েক লাখ ছাড়িয়েছে, যা এককথায় অবিশ্বাস্য!


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework