অবৈধ বসতঘর সরাতে সলিমপুরে চলছে মাইকিং

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ আগস্ট ৩০, ০৫:৩৬ অপরাহ্ন

জঙ্গল সলিমপুরে অবৈধ বসবাসকারীদের আগামীকালের মধ্যে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। এছাড়াও সেখানে যে কোনোদিন উচ্ছেদ অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।


মঙ্গলবার (৩০ আগস্ট) জঙ্গল সলিমপুর জালালাবাদ মৌজার ১ নম্বর খাস খতিয়ানে বি এস ৭২৯ দাগে ৯ দশমিক ৭০ একর, শ্রেণি-পাহাড় এবং বি.এস ৭৭১ দাগে ২ দশমিক ৯৪ একর, শ্রেণি- পাহাড়ী ভূমি সরেজমিন পরিমাপ ও চিহ্নিত করে লাল পতাকা বসানো হয়েছে।  

জানা গেছে, জালালাবাদ এসব খাস খতিয়ানভুক্ত পাহাড়ী ভূমি জেলা প্রশাসক, চট্টগ্রামের নামে বি.এস জরিপ চূড়ান্ত করা হয়েছে। এসব খাস খতিয়ান ভূমিতে অবৈধভাবে বসবাসকারীরা জেলা প্রশাসন কর্তৃক ৩১ আগস্টের মধ্যে সরে যেতে মাইকিং করা হচ্ছে।  

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরকারি ভূমিতে অবৈধভাবে বসবাসকারীরা আগামীকালের মধ্যে সরে না গেলে পরবর্তীতে বিধি মোতাবেক তাদেরকে উক্ত ভূমি থেকে উচ্ছেদ করা হবে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework