'আগামী ৭ দিন অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত'

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ১৫, ০১:৩৩ অপরাহ্ন
করোনায় আক্রান্তের হার উল্লেখযোগ্য হারে নতুন করে বাড়ার কারনে জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ৭ দিন অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার(১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এ তথ্য জানান। জেলা প্রশাসক বলেন, কোভিড ১৯ এর টিকা দেয়ার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মানুষের টিকা নেয়ার আগ্রহ অনেক বেড়েছে। কিন্ত এর সাথে সাথে মানুষের স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও বেড়েছে বহু গুন। তারা যে গ্রামের মানুষ, এমন নয়। শহুরে মানুষরাও নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র মাস্কবিহীন ঘুরছে। এ কারনে করোনার প্রকোপ আবার উল্লেখযোগ্য হারে বেড়েছে। তিনি আরো বলেন, মানুষ কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে বিভিন্ন অনুষ্ঠান বা জন সমাগমে যোগ দিচ্ছে। ইনডোরে অনুষ্ঠান বা প্রোগ্রামের অনুমতি দিলেও আমাদের পক্ষ থেকে আউডোরে কোনো ধরনের প্রোগ্রামের অনুমতি দেয়া হয়নি। কিন্ত প্রশাসনকে না জানিয়ে খোলা জায়গায় বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান করা হচ্ছে। প্রশাসক বলেন, আগামীকাল থেকে বিএনসিসি, রোভার স্কাউট ও জেলা তথ্য অফিস বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান ও প্রচার প্রচারণা করবে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীও আজ থেকে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে অনুষ্ঠিত জন সমাগমে কঠোর অবস্থান নেবে। বিয়ের ক্লাবসহ সমাগম হয় এমন ১১৩টি প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি মোবাইল কোর্ট টিম আজ অভিযানে যাবে। এই মোবাইল কোর্ট আগামী ৭দিন পর্যন্ত চলবে। এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, সনিয়া হক, রেজওয়ানা আফরিন, আশরাফুল হাসান, সুচন্দ্র রায়, সোহেল রানা প্রমুখ।

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework