কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আকাশ শীল, কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : শুক্রবার, ২০২৩ মার্চ ১৭, ০৮:৪৫ অপরাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বিকালে শাহমীরপুর বাদামতল (পিএবি) সড়কের পাশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আমজাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী। 

সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান খানের সঞ্চলনায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
পরে কমিটি ঘোষণা না হলেও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework