কাউন্সিলর জসিমের বিচারের দাবীতে গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রমের সংবাদ সম্মেলন

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২৩ জানুয়ারী ২৭, ০৫:৪১ অপরাহ্ন

চসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর জহরুল আলম জসিমের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রমের সর্বস্তরের ভক্ত সাধারণ। 
দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।
এর আগে এক মানববন্ধনে সংগঠনের সহযোগী সম্পাদক রুপেশ কান্তি দাশ রুবেল’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এড. নিতাই প্রসাদ ঘোষ, আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি শচীন্দ্র লাল দে, সাধারণ সম্পাদক কমল চক্রবর্ত্তী, উপদেষ্ঠামন্ডলীর সদস্য লায়ন বিপুল বরণ লোধ, বীর মুক্তিযোদ্ধা কিরণময় ভট্টাচার্য্য, সাবেক সম্পাদক রনজিত শিকদারসহ আরো অনেকেই । 

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বলেন, জহরুল আলম জসিম একজন সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তি। ২০০৫-২০১০ সাল পর্যন্ত আশ্রম প্রাঙ্গনে অনাকাঙ্খিত বহু ঘটনার মহানায়ক তিনি। আশ্রমের মালিকানাধীন সম্পত্তি বিক্রয়, হস্তান্তর, প্রজাপত্তন যোগ্য নয়। উক্ত সম্পত্তির মালিক বাংলাদেশে বসবাসরত ২ কোটি সনাতনী সম্প্রদায়। উক্ত সম্পত্তি জবর দখল কিংবা আশ্রমে কোনরুপ গোলযোগ সৃষ্টির চেষ্টা হলে ভবিষ্যতে রাজপথে অবস্থান নেওয়ার জন্য ভক্তদের আহ্বান জানিয়ে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করা হয়। 
মানববন্ধন শেষে প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্টিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি শচীন্দ্র লাল দে। 
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত আশ্রম পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক কমল চক্রবর্ত্তী অলক। 
তিনি বলেন, জহরুল আলম জসীম কৃর্তক অবাঞ্চিত ব্যাক্তিদের নিয়ে গত ২৩ জানুয়ারী মন্দির প্রাঙ্গন দখল, পরিচালনা পরিষদের সভাপতিকে আশ্রমে না আসা, হুমকি-ধমকি এবং তাহার অফিসে বসে আশ্রমের পাহাড় কেটে মাটি কাটার ঘোষণা সহ ক্ষমতার অপব্যহারের জোর দেখিয়ে ধর্মীয় চর্চা, ধর্মানভুতি ও গণতান্ত্রিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ করেন। এই পরিস্থিতিতে উক্ত আশ্রমের ভক্তবৃন্দ, এলাকাবাসী, পরিচালনা পরিষেরদ নেতৃবৃন্দরা আশ্রম রক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রশাসনিক সহযোগীতা কামনা করেন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework