কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ জানুয়ারী ৩১, ০৩:৪৩ অপরাহ্ন
কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে তার পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি সাইকেলযোগে সেতুর পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে আসছিলেন। এ সময় সেতুতে ট্রেনে কাটা পড়েন তিনি। তার পরনে গেঞ্জি ও প্যান্ট ছিলো। সেতুর পূর্ব পাড়ের রেলওয়ের গেইটম্যান মো.লোকমান হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। তিনি সাইকেল চালিয়ে সেতু পার হচ্ছিলেন। ঘটনাস্থলে থাকা বোয়ালখালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আল আমান বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। কাটা পড়ে তার শরীর বিকৃত হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। কালুরঘাট টোল অফিসের শিফট ম্যানেজার নুরুল উদ্দিন জানান, সেতুতে সকাল ১১টা ২৫ মিনিট থেকে যান চলাচল বন্ধ রয়েছে। মরদেহ সরানোর পর যান চলাচল স্বাভাবিক হবে।

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework