কয়েলের আগুনে পুড়লো বাড়ি, দগ্ধ ৩ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২৩ মে ২৮, ০৫:৪৬ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর  বায়েজিদে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।  

রোববার (২৮ মে) ভোরে বায়েজিদ থানার সৈয়দ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


 মৃত্যুবরণকারীরা হলেন- নূরুন নাহার (৩০), ফারিয়া (৩) ও মারুফ (১)।  

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কামরুজ্জামান বলেন, আগুন লাগার পর সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করা হলেও পরে দেখা যায়- ওই বাড়িতে আরও দুইটি সিলিন্ডার অক্ষত রয়েছে।

ধারণা করছি, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সকালে অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে আনা হয়। তিনজনকেই হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।

চমেক হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইউনিটের প্রধান ডা. রফিকুল ইসলাম জানান, আগুনে দগ্ধ তিনজনের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। সেই সঙ্গে তাদের শ্বাসনালীও পুড়ে গেছে। এদের মধ্যে মারুফকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে এবং নুরুন নাহার ও ফারিয়া সকাল সাড়ে ১১টার দিকে মারা যান। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework