চট্টগ্রামে দ্বিতীয় ডোজের করোনা টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ এপ্রিল ০৮, ১১:২০ পূর্বাহ্ন
চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে করোনার টিকার দ্বিতীয় ডোজের কর্মসূচি। জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফৌজাদারহাটের বিআইটিআইডি কেন্দ্র, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালসহ আর ৮টি কেন্দ্রে প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হয়েছে। বৃহস্পতিবার(৮ এপ্রিল) সকালে ফেইসবুকে করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছবি শেয়ার করেছেন চট্টগ্রাম মেডিক্যালের দুই চিকিৎসক। তাদের অনেকেই অভিনন্দন জানিয়েছেন। আজ থেকে দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম শুরু হলেও পাশাপাশি চলবে ১ম ডোজের টিকাদানও। যারা ৭ ফেব্রুয়ারি প্রথম ডোজের টিকা নিয়েছেন তারা দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবে। এছাড়া প্রথম দিকে যাদের টিকা কার্ডে ৪ সপ্তাহ হিসেব করে তারিখ দেওয়া হয়েছে, তারা যেদিন ৮ সপ্তাহ পূর্ণ হবে সেদিনই দ্বিতীয় ডোজের টিকার জন্য টিকাকেন্দ্রে যেতে পারবেন। আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল)সকালে চট্টগ্রামে ৩ লাখ ৬ হাজার ডোজ টিকা আসার কথা রয়েছে।

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework