চট্টগ্রামে বেড়েছে মাছের দাম

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ মার্চ ০৫, ০৯:২৭ পূর্বাহ্ন
সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় চট্টগ্রামের কাঁচাবাজারে প্রায় সব ধরনের সবজির দাম গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। তবে মাছ-এর দাম কিছুটা বাড়লে ও মাংসের দাম কিছুটা সাম্ভাবিক রয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) নগরের চকবাজার ও রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, আলু প্রতিকেজি ২০ টাকা, ফুলকপি ২০ টাকা, বাঁধাকপি ১৫ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, শিম ৩০ টাকা, শিমের বিচি ৬০-৭০ টাকা, গাজর ২০-২৫ টাকা, টমেটো ১৫ টাকা, বেগুন ২৫-৩০ টাকা, মুলা ১৫ টাকা, লাউ ১৫ টাকা, বরবটি ৬০ টাকা, কাঁচা পেঁপে ২০ টাকা, শসা ২০ টাকা, কাঁচামরিচ প্রতিকেজি ৮০-৯০ টাকা, ধনেপাতা ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাগের দাম কিছুটা বেড়েছে মাছের বাজারে দেশি রুই প্রতিকেজি ১৯০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ১৪০-১৫০ টাকা, কাতাল ১৯০-২০০ থেকে ২৩০ টাকা, চিংড়ি আকারভেদে ৪০০ থেকে ৪৫০ টাকা, রূপচাঁদা ৪৫০ থেকে ৭০০ টাকা, পাবদা ৪৫০ টাকা, লইট্যা ১০০ টাকা, পাঙ্গাস ১৩০ টাকা, কৈ ৫০০ টাকা, শিং ৫৫০ টাকা, ইলিশ ৮০০-৪ টাকা, কেচকি ২৫০ টাকা, ছুরি ২৮০ টাকা, বাটা ২০০-২৩০ টাকা, কোরাল ৫৫০-৫৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা, গরুর মাংস ৭০০ টাকা, ব্রয়লার মুরগি ১৫০ টাকা, লেয়ার মুরগি ২২০ টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। এদিকে বাজারে ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, আদা, মসলার দামও বেড়েছে। কেজিপ্রতি ৫-১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এসব রান্নার উপকরণ। দেশি পেঁয়াজ ৩০ টাকা, আদা ৫০-৬০ টাকা, রসুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework