চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ এপ্রিল ০৬, ১১:১৯ পূর্বাহ্ন
চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে মাইক্রোবাসের ধাক্কায় আফছার আলী (৭০) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফছার আলী সীতাকুণ্ড উপজেলায় জঙ্গল সলিমপুর এলাকার মৃত মো. শহীদ উদ্দীনের ছেলে। আফছার আলীর ছেলে সাজেদুল ইসলাম জানান, বাড়ি থেকে সাইকেলে সিকিউরিটির চাকরিতে যাচ্ছিলেন বাবা। পথে বায়েজিদ লিংক রোডে ছিন্নমূলের মুখে সাইকেলকে মা্ইক্রোবাস ধাক্কা দিলে গুরুতর আহত হন। এ অবস্থায় হাসপাতালে আনা হয়।মাইক্রোবাসটি ঘটনাস্থলে রয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের এএসআই শীলব্রত বড়ুয়া জানান, মাইক্রোবাসের ধাক্কায় আহত এক সিকিউরিটি গার্ডকে হাসপাতালে আনা হয় সকাল সাড়ে ৯টার দিকে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework