চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২২ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ সেপ্টেম্বর ১৪, ০৩:৫৩ অপরাহ্ন

সারাদেশের মতো চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হলেও এখন পরিস্থিতি খারাপের পর্যায়ে যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বাংলানিউজকে বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে আমরা প্রস্তুত আছি। সিটি করপোরেশন এলাকার পাশাপাশি উপজেলা পর্যায়েও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।  তবে আশার বিষয় হলো, নির্দিষ্ট এলাকাভিত্তিক  রোগীর সংখ্যা খুবই কম। তারপরও সচেতন থাকতে হবে।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত ২২ জনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৯ জন, জেনারেল হাসপাতালে ১ জন, উপজেলা পর্যায়ে ১ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১২ জন।  

চমেক হাসপাতালের উপ–পরিচালক ডা. অংসুইপ্রু মারমা বলেন, হাসপাতালে এখন পর্যন্ত ২৬ জন রোগী ভর্তি আছে। গত ২৪ ঘণ্টায় ৯ জন ভর্তি হয়েছে। ডেঙ্গুর চিকিৎসায় হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া হাসপাতালের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামে এখন পর্যন্ত ২৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework