চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মে ৩০, ১২:০৯ পূর্বাহ্ন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পিওএম বিভাগ ও এসএএফ বিভাগের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯ মে বিকাল ০৪ঃ৩০ মিনিটে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে সিএমপির পিওএম বিভাগ ও এসএএফ বিভাগের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোহাম্মদ জসিম উদ্দিন এর নেতৃত্বে পিওএম দল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বাধীন এসএএফ দলের খেলা হয় । খেলায় পিওএম দলকে এসএএফ দল ৪-০ গোলে পরাজিত করে। ম্যান অফদা ম্যাচের পুরস্কার জিতে নেয় মোঃ শরফ উদ্দিন সুমন। ম্যাচ শেষে সিএমপি কমিশনার মহোদয় ও অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, সিএমপি এর সভানেত্রী জনাব শরমিন জাহান  এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব সানা শামিনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব আমির জাফর সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ ও পুনাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework