জালাল আহমদ সাতকানিয়া উপজেলায় শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত


প্রকাশিত : শনিবার, ২০২২ মে ২১, ০৮:৪০ অপরাহ্ন

সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জালাল আহমদ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ সাতকানিয়া উপজেলায় শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হয়েছেন। 
সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজীম শরীফ স্বাক্ষরিত ২০২২ সালে মাধ্যমিকস্তরে শ্রেষ্টদের তালিকা হতে এ তথ্য জানা যায়।

জালাল আহমদ শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক কর্মকান্ড ও কবিতা এবং প্রবন্ধ লেখার সাথে জড়িত। তিনি উপজেলার বাজালিয়া ইউনিয়নের মরহুম দুদু মিয়া চৌকিদার ও নুরুন্নাহার দম্পতির ৪র্থ সন্তান এবং ১৯৮৩ সালের ১লা অক্টোবর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে  জন্ম গ্রহণ করেন। 
উল্লেখ্য, বিগত ২০১৮ সালেও সাতকানিয়া উপজেলায় শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি তার এ কৃতির্ত্বের জন্য মহান আল্লাহর শোকরিয়া করেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে সংশ্লিষ্ট সকলের নিকট ও সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework