নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে আইআইইউসির প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ মার্চ ৩০, ০৮:০২ অপরাহ্ন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নেতৃত্বে এ প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, উপ উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মাওলা, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বিওটি সদস্য ও ফাইনান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার।  

সৌজন্য সাক্ষাতে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি আইআইইউসির সার্বিক কার্যক্রম তুলে ধরে বলেন, আইআইইউসি বর্তমানে বাংলাদেশের প্রথম শ্রেণির বেসরকারি বিশ্ববিদ্যালয়।


এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দৃষ্টিনন্দন সুপরিসর আধুনিক ক্যাম্পাসে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। বঙ্গবন্ধু এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে 'মুজিব কর্ণার' ও 'বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার ফর ইসলাম এন্ড ইন্টাররিলিজিয়াস ডায়ালগ' প্রতিষ্ঠা করা হয়েছে, বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। এছাড়া বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।  
এ সময় আইআইইউসি'র ৬ষ্ঠ সমাবর্তনের জন্য নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয় এবং রাষ্ট্রপতি আগামী বছর (২০২৪) সমাবর্তন আয়োজন করার নির্দেশনা প্রদান করেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি আইআইইউসি'র সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework