পাহাড়ি ছড়ার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল সিডিএ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ Jun ২৩, ০৪:৪৩ অপরাহ্ন

পাহাড়ি ছড়া দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।

সেই স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরের বায়েজিদ লিংক রোডের  ছিন্নমূল বড়ইতলী এলাকার পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় রাস্তার পাশে বেশকিছু অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা নির্মাণ করায় এক ব্যক্তিকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা চৌধুরী। তিনি বলেন, পাহাড়ি ছড়া দখল করে স্থাপনা নির্মাণ করেছে এক ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠান। এছাড়া ওই জায়গার মালিকানার কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি মালিক। তাই তাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রাকৃতিকভাবে সৃষ্ট ছড়া ভরাট করা হয়েছে। তাই পানিপ্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এছাড়া সিডিএ’র কোনো অনুমতি নেননি মালিকপক্ষ। বিষয়টি আমাদের নজরে আসার পর অভিযানে নেমেছি। এ অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework