বাসে ওঠে ম্যাজিস্ট্রেট দেখেন অচেতন এক যাত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ এপ্রিল ০৪, ০৫:২৯ অপরাহ্ন
চট্টগ্রামে করোনা প্রাদুর্ভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের অভিযান চলাকালীন এক অচেতন বাসযাত্রীকে উদ্ধার করেছেন জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। রোববার দুপুরে নগরের জিইসি মোড় এলাাকয় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার সময় তাকে উদ্ধার করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এসময় স্বাস্থবিধি লঙ্ঘন করে ৫০ শতাংশের বেশি যাত্রী পরিবহন করায় তিনটি বাসকে ৩ হাজার টাকা জরিমানাও করেন তিনি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যোজিস্ট্রেট প্রতীক দত্ত 24tv কে বলেন, ‘রোববার দুপুরে স্বাস্থবিধি নিশ্চিতে নগরীর জিইসি মোড় এলাকায় অভিযান পরিচালনা করার সময় একটি বাসে ওঠে এর পেছনের সিটে একজন যাত্রীকে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে তাকে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে জ্ঞান না ফিরলে তাকে উদ্ধার করে আমি নিজে গিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। বর্তমানে মেডিসিন ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।’ ‘আমাদের ধারণা মলম পার্টির খপ্পরে পড়েছিলেন তিনি। এসময় জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে ৫০ শতাংশের বেশি যাত্রী পরিবহন করায় ৩ টি বাসকে ৩ হাজার টাকা জরিমানা করা এবং জনসাধারণের মাঝে ১০০ টি মাস্ক বিতরণ করা হয়েছে।’

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework