বিএনপি নাশকতা করলে প্রতিহত করা হবে: আ জ ম নাছির 

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ অক্টোবর ১২, ১০:৫৩ পূর্বাহ্ন


মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপির কোন সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি না করে বিএনপি রাজপথে থাকলে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু অতীতের মত নাশকতা ও ধ্বংসাত্মক অরাজকতায় তারা যদি জনগণকে জিম্মি করে তাহলে তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

আমরা যে কোনো অপরাজনীতি ও নাশকতাকে জনগণকে নিয়েই প্রতিহত করবো।  

মঙ্গলবার (১১ অক্টোম্বর)  বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সাবেক সদস্য জননেতা পুলিন দে’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন।  

আ জ ম নাছির বলেন, পুলিন দে অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি কোনো অপশক্তিকে পরোয়া করেননি। এই শিক্ষাটা তাঁর কাছ থেকে পেয়েছি। আজ কোনো অপশক্তির কাছে আওয়ামী লীগ মাথা নত করে না।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জননেতা প্রয়াত পুলিন দে একজন স্পষ্টভাষী শুদ্ধাচারী রাজনীতিবিদ। ত্যাগী ও নির্মোহ রাজনীতিক হিসেবে তাঁর সর্বজনীন গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। তিনি আমৃত্যু মানুষকে ও দেশকে ভালবেসেছেন, বিনিময়ে কিছুই চাননি। বঙ্গবন্ধুকে পরিকল্পিতভাবে হত্যার পর এদেশে একাত্তরের পরাজিত শক্তির পুনরুদ্ধার ঘটেছে।  

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু প্রমুখ।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework