বিএসআরএম’র কারণে পানি পাচ্ছে না এলাকার মানুষ: ইঞ্জিনিয়ার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মে ৩০, ০৪:৩৮ অপরাহ্ন
মিরসরাইয়ে পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিয়েছে সুপেয় পানি সংকট। এ অবস্থায় শেষ পর্যন্ত আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) গভীর নলকূপ বসিয়ে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের ফলে এলাকার মানুষ পানি পাচ্ছে না। তাই তাদের এ কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। রোববার (৩০ মে) দুপুরে জোরারগঞ্জে বিএসআরএম কারখানার সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও মিরসরাইয়ের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এসময় তিনি বলেন, মিরসরাই কৃষিপ্রধান এলাকা। বিএসআরএম ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এখানে এসে ধীরে ধীরে পাহাড় দখল করে বিশাল কারখানা গড়ে তুলেছে। শিল্প কারখানা আমাদের প্রয়োজন আছে। সেজন্য মিরসরাইয়ে ইকোনমিক জোন করা হয়েছে। এ এলাকায় কোনো শিল্প কারখানা থাকলে তা ইকোনমিক জোনে স্থানান্তরিত হোক। তারা কারখানা প্রতিষ্ঠা করার আগে বলেছিল- ফেনী নদী থেকে পানি এনে তা পরিশোধন করে ব্যবহার করবে। কিন্তু তা না করে ১০-১২টি গভীর নলকূপ বসিয়ে তারা কাজ চালাচ্ছে। গভীর নলকূপ বসানোর কারণে এলাকার মানুষ পানি পাচ্ছে না। সব শুকিয়ে গেছে। তিনি বলেন, এই এলাকায় যত বন ছিল তা বন কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে দখল করেছে বিএসআরএম। এছাড়া পাহাড়ি অনেকগুলো ছড়া বন্ধ করে দিয়েছে। আমরা চাই, এই শিল্প কারখানা ইকোনমিক জোনে চলে যাক। তিনি দুই মাসের আলটিমেটাম দিয়ে বলেন, এই দুইমাস কারখানা বন্ধ থাকবে। কারখানায় কোনো কাঁচামাল প্রবেশ করবে না। যদি দুই মাসের মধ্যে ফেনী নদী থেকে পানি এনে ব্যবহার করতে পারেন তাহলে আগামি এক বছরের জন্য কারখানা চলতে পারবে। এরপর কারখানা বন্ধ করে শিল্প অঞ্চলে চলে যেতে হবে। বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework