লোহাগাড়ায় প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৮

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম) | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২৩ ফেব্রুয়ারী ০৬, ০৩:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ লোহাগাড় উপজেলার লোহার দিঘীর পাড় এলাকায় কক্সবাজার অভিমুখী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৫-২৩৮৬) ও চট্টগ্রাম অভিমুখী নাম্বার বিহীন একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি গাড়ির চালকসহ মোট ৮জন যাত্রী গুরুতর আহত হয়েছে এবং গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। 

ঘটনার প্রত্যেক্ষদর্শীরা জানান, ঘটনার সময় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৫জন ও সিএনজি অটোরিকশায় থাকা ৩জন গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে সিএনজি অটোরিকশা চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতরা হলেন যথাক্রমে উপজেলার আমিরাবাদ ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মুহাম্মদ ইব্রাহিমের পুত্র সিএনজি অটোরিকশা চালক আলমগীর (২৫),লোহার দীঘির পাড় এলাকার

মোশাররফ হোসেনের মেয়ে সিএনজি অটোরিকশার যাত্রী আছমা আকতার (২০), উপজেলা সদর রশিদার পাড়ার নবী হোসেনের ছেলে তারেক (২০), প্রাইভেটকারে থাকা ঢাকা মিরপুর ১নং এলাকার বাসিন্দা নুরুল ইসলাম কামাল (৭০), রৌশন আরা (৬০) ও তাদের পুত্র দিপু (৩২) পুত্রবধু শাবলা (৩২) ও নাতনী আরিয়ানা (৬)।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, আহতরা চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework