৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের ট্রেন চালু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মার্চ ২৭, ১২:০৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় একদল মাদ্রাসাছাত্রে তাণ্ডবের পর ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ আট ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল জংশনের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান জানান, সাত ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার রাত ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। ‘মহানগর গোধূলি’ আখাউড়া স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে যাত্রা করার মধ্য দিয়ে এই চলাচল শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের তাণ্ডব, রেল স্টেশনে অগ্নিসংযোগ চালায় মাদ্রাসা ছাত্ররা। এরপর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার বিরোধিতায় নেমে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাণ্ডব চলায় একদল মাদ্রাসাছাত্র। স্টেশনের একটি টিকিট কাউন্টার, কন্ট্রোল প্যানেল ও চেয়ার-টেবিল ভাঙচুর করে রেললাইনের ওপর এনে অগ্নিসংযোগ করা হয়। এতে শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ২৪ টিভি/এডি

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework