আনোয়ারায় ৫ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা
প্রকাশিত : বুধবার, ২০২৪ মার্চ ১৩, ০৫:০৭ অপরাহ্ন

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন আনোয়ারা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। 

 বুধবার (১৩ মার্চ) দুপুর ২টায় বটতলী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদ নেতৃত্বে এই বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তার মধ্যে অধিক মূল্যে বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ২জন মাংস বিক্রেতাসহ ৫ জন কে ৫ টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান এর বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময়  পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২জন মাংস বিক্রেতাসহ ৫ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজানে মাসে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework