আনোয়ারায় স্বামীর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে স্ত্রী'র সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা
প্রকাশিত : বুধবার, ২০২৪ মে ১৫, ০১:২৯ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভ্রাম্যমান স্ক্র্যাপ ব্যবসায়ী মোঃ সৈয়দ (৪৩) এর মৃত্যুকো হত্যাকাণ্ড দাবি করে স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী কহিনুর আক্তার (৪১)। তবে এই ঘটনায় রহস্য আছে জানিয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ।

মঙ্গলবার (১৪ মে) সকালে উপজেলার এক রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী কহিনুর আক্তার জানান, গত ৯ মে আমার স্বামীর আহতের কথা শুনে চমেক হাসপাতালে গিয়ে দেখি আমার স্বামী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। আহত অবস্থায় পরদিন ১০মে  আমার স্বামী হাসপাতালে মারা যায়।

পরবর্তীতে প্রকৃত ঘটনা জানতে ঘটনাস্থল আনোয়ারা থানার পাশে  আসলে স্থানীয়রা জানান যে আমার স্বামীকে মিন্টু রতনসহ আরোও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। তখন স্থানীয় আমার স্বামীকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা মেডিকেল এবং পরে চমেক হাসপাতালে নিয়ে যায়। তাই আমি আমার স্বামীর খুনিদের শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে স্বামীর মৃত্যুর বিষয়টি হত্যাকাণ্ড দাবি করে নিহতের স্বামী কহিনুর আক্তার বাদি হয়ে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন,  মিন্টু (৪২) ও রতন দত্ত (৪১)সহ অজ্ঞাত ৪/৫ জন।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, এই ঘটনায় কিছু রহস্য রয়েছে। রহস্য উন্মোচনে পুলিশের তদন্ত জারি রয়েছে। তদন্ত শেষে এবিষয়ে বিস্তারিত বলা যাবে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework