চন্দনাইশে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর ঈদ উপহার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ
প্রকাশিত : রবিবার, ২০২৪ এপ্রিল ০৭, ০৫:২০ অপরাহ্ন

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার সাধারণ মানুষের ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মী ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার দিয়ে যাচ্ছেন।

ঈদ সবার জন্য, ঈদের আনন্দ ধনী, গরীব সবাই মিলে এক সাথে উপভোগ করবে। প্রধানমন্ত্রী ঈদের দিন সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে সকল স্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ধনী গরীব ভেদাভেদ ভুলে যান। যেহেতু সাধারণ মানুষের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নিবার্চিত হয়, সেই হিসেবে সাধারণ মানুষের সুখ দুঃখের খবর রাখা উচিত। তাই তিনি আগামী ঈদ নিবার্চনী এলাকায় থেকে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

তিনি বলেন, ঈদের পূর্বে মিল কারখানার মালিকরা শ্রমিকদের বেতন ভাতা দিয়ে দিবেন। শ্রমিকেরা যেন তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দে ঈদ করতে পারে।

গতকাল ৭ এপ্রিল সকালে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী তাঁর গ্রামের বাড়ি থেকে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহারের প্যাকেট দেয়ার পাশাপাশি তাঁর নিজস্ব অর্থায়নে ৪ হাজার পিচ শাড়ি, ৫থশ পিচ লুঙ্গি, ৫থশ পিচ পাঞ্জাবি বিতরণ করেন।

চন্দনাইশের ২টি পৌরসভা, ৮টি ইউনিয়ন ও সাতকানিয়া অংশের ৬টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী, দলীয় নেতাকর্মী, হতদরিদ্রদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

তাছাড়া তিনি নিজস্ব অর্থায়নে ঈদ উপহার হিসেবে ৩ হাজার পরিবারে ১০ কেজি চাউল, ১ কেজি করে ডাল, চিনি, লবণ, তেল, মরিচ, হলুদ, ধনিয়াগুড়াসহ ১৪ কেজি ঈদ সামগ্রী বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আথলীগ নেতা এম এ সাঈদ, উপজেলা আ'লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিম, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, জয়নাল আবেদীন, প্রতিমন্ত্রীর একান্ত সহকারি সুব্রত বড়ুয়া, চেয়ারম্যান যথাক্রমে এড. খোরশেদ বিন ইসহাক, আমিন আহমদ চৌধুরী রোকন, আবদুল আলীম, আ.ফ.ম মাহাবুল আলম সিকদার, নাছির উদ্দীন টিপু, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, আ'লীগ নেতা যথাক্রমে এম কায়সার উদ্দীন চৌধুরী, মাষ্টার মো. ইউনুছ, নরুল হাকিম, সুজন দাশ,আবু তৈয়ব কমিশনার  মাষ্টার মহিউদ্দীন, সাইফুর রহমান, ফরিদ উদ্দীন,শাহ আলম, আতাউল ইসলাম, রফিক আহমদ, ওসমান গণি, হেফাজতর রহমান, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা যথাক্রমে আবুল কালাম আজাদ, মো. মামুন, সিরাজুল কাফি চৌধুরী, মো. সাকিব প্রমুখ।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework