চন্দনাইশে সবুজে ছেয়ে গেছে পুদিনা পাতা

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ
প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ২৫, ০৩:৪৭ অপরাহ্ন

চট্টগ্রাম চন্দনাইশের বিভিন্ন এলাকায় পুদিনা পাতায় ছেয়ে গেছে প্রায় ২০ হেক্টর জমিতে।

এতে কৃষকেরা পুদিনা চাষ করে এবার বেশ লাভবান হয়েছেন। বিশেষ করে রমজান মাসে পুদিনার চাহিদা বেশি থাকায় কৃষকেরা ভাল দাম পান। তরি-তরকারিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে সুগন্ধ ছড়াতে পুদিনা পাতা ব্যবহার করা হয়। রমজান মাসে হোটেল-রেস্টুরেন্ট থেকে শুরু করে ঘরে ঘরে এর চাহিদা বেড়ে যায় কয়েকগুণ।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা চন্দনাইশের দোহাজারী রেলওয়ে মাঠ থেকে অন্যান্য তরি-তরকারির সাথে পুদিনা পাতা নিয়ে যায় বলে জানান কৃষকেরা।

পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়ার হরিণা পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে দিনরাত পরিশ্রম করে সুগন্ধী পুদিনার চাষ করেছেন রফিক আহমদ, গুরা মিয়া ও মো. আকবর। তারা জানান,এ অঞ্চলের কৃষকরা মূলত রমজান মাসের কথা চিন্তা করে পুদিনার চাহিদাকে মাথায় রেখে প্রতি বছরের মত এ বছরও বাণিজ্যিকভাবে এলাকায় প্রায় ১০ কানি জায়গায় পুদিনার চাষ করেছেন। এতে শ্রমিক, সার, বীজ, পরিচর্যাসহ বিভিন্ন ক্ষেত্রে খরচ হয়েছে প্রায় ২০-৩০ হাজার টাকা। বাজার দর ভাল থাকায় এবং পুদিনা পাতার চাহিদার কারণে খরচ তুলে লাভের আশা করছেন এ সকল কৃষক।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চন্দনাইশের বিভিন্ন এলাকায় প্রায় ২০ হেক্টরের অধিক জমিতে পুদিনার চাষ করেছেন কৃষকরা। বিশেষ করে চন্দনাইশ পৌরসভা, দোহাজারী, হাশিমপুর, গাছবাড়িয়া, কাঞ্চননগর ও উপজেলা সদরসহ পাহাড়ি এলাকায় ব্যাপক হারে পুদিনার চাষ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন বলেছেন, এখানকার ভূমিতে পুদিনা পাতা চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। এবার প্রতি হেক্টরে ফলন হয়েছে ৮ থেকে ১০ টন। এজন্য তারা কৃষকদের নানাভাবে পরামর্শ দিচ্ছেন বলে জানান।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework