চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহতের ঘটনায় নেইনি কেউ আহতদের খবর

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মার্চ ২৮, ০৪:৩৪ অপরাহ্ন

চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে অটোরিকশা চালক মো. আবদুল সবুর (৩৫) নিহতের ঘটনা ঘটে  গত ২৫ মার্চ বিকাল।

এসময়  সিএসজি চালিত অটোরিকশাটিতে আগুন লাগলে তাত্ক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে আসে আগুন নিয়ন্ত্রণ করার এবং  অটোরিকশায় থাকা চালক আবদুস সবুর ও এক মহিলা যাত্রীকে উদ্ধারের সেষ্টা কালে অগ্নিদত্ত হয় স্থানীয় কয়েক জন।

তাদের মধ্যে পুরানগড়ের সামশুল আলমের ছেলে মো.হাছান(২৮), হাকিমপুরের আমির হোসেন ছেলে আবদুল আজিজ(৩২), মৃত লাল মিয়ার ছেলে আবদুল জব্বার (৬২) আহত হলে তাদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তারাদের  মধ্যে আবদুল আজিজের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তাদের পরিবার।  

এইদিকে নিহতের পরিবার  চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া উপজেলার  নিবার্হী কর্মকতারা ২৫ হাজার করে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। বিভিন্ন মহল থেকে সাহায্য পাচ্ছেন।

অপর দিকে আহতদের কোন রকম সাহায্যে ও চিকিৎসার খুজ খবর নেননি বলে যানান।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework