পটিয়ায় দাখিল পরীক্ষায় বোনের পরিবর্তে ভাই ধরা খেয়ে ভাই ৭ দিনের জন্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ফেব্রুয়ারী ২০, ০৯:১০ অপরাহ্ন
গত বছর পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয় বোন, চেষ্টা করে আত্মহত্যার।  বোন এবার যদি অকৃতকার্য হয় হয়তো আবারো আত্মহত্যার চেষ্টা করতে পারে তাই পরীক্ষা দিতে আসে ছোট  ভাই!
মঙ্গলবার পটিয়ার শাহচান্দ আউলিয়া মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় বোন রুজিনা আক্তারের পরিবর্তে পরীক্ষা দিতে গিয়ে আটক হয় ভাই মোঃ ইব্রাহীম (১৯)।  
ইব্রাহীম আরবী ২পত্র পরীক্ষায় বোরকা পরে কেন্দ্রে আসলে সন্দেহ হয় দায়িত্বরত শিক্ষকের।  পরে ওই কেন্দ্রের পরিদর্শক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইলিয়াস এবং দায়িত্বরত শিক্ষকেরা অধ্যক্ষের রুমে এনে বোরকা খুলে দেখেন মেয়ে সেজে পরীক্ষা দিতে এসেছে ছেলে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূইয়া ঘটনাস্থলে এসে তাকে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে পুলিশের কাছে সোপর্দ করেন।  কেন্দ্র পরিদর্শক ডাঃ মোঃ ইলিয়াস জানান, “ওই শিক্ষার্থীর চেহারা দেখাতে বললে সে আপত্তি জানায় এবং কোন কথা বলছিল না। হল থেকে তাকে অধ্যক্ষের রুমে এনে বোরকা সরালে দেখা যায় সে একজন ছেলে। পরবর্তীতে ইউএনও মহোদয়কে জানানো হলে তিনি এসে তাকে কারাদন্ড দেন।
 
 
 

সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework