পটিয়ায় খুনের মামলার আসামি রুপেশ জোরারগঞ্জে আটক

নিজস্ব প্রতিবেদক,পটিয়া
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মার্চ ২১, ০৬:৫২ অপরাহ্ন

হত্যা করে পালিয়ে থাকার এক মাস পর পটিয়া থানা পুলিশের অভিযানে ধরা পড়লো রুপেশ দে(৪১)।সে  কেলিশহর ৬ নং ওয়ার্ডের ননী দে'র সন্তান।

চলতি বছরের গত ৯ ফেব্রুয়ারী বিকাল বেলা জানিক দে(৭১) কে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো দা দিয়ে মুখে আঘাত করে।  দা দিয়ে আঘাতের পর জানিক দেকে ঘুষি মেরে পুকুরের পানিতে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় রুপেশ।

এ ঘটনায় জানিক দে'র মৃত্যু হলে তার পুত্র আশিষ দে, রুপেশ দে'কে একমাত্র আসামি করে থানায় একটি মামলা দায়ের করে।

মামলার পর রুপেশ দে পাশ্ববর্তী জঙ্গলে পালিয়ে থাকলেও গভীর রাতে  নিজ ঘরে আসা যাওয়া করতো।  এমনকি প্রতিদিন তার জন্য খাবার নিয়ে যেত প্রতিবেশী এক পরিবার।

এক পর্যায়ে পুলিশের নজরদারি বেড়ে গলে রুপেশ সেখান থেকে অন্যত্র সরে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নূর মোহাম্মদ জানান, আসামিকে ধরার জন্য মামলার শুরু থেকে তৎপরতা ছিলো। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় জোরারগঞ্জ এলাকায় তার অবস্থান নিশ্চিত করা গেলে, অভিযান পরিচালনা করে তাকে সেখান থেকে গ্রেপ্তার করতে সমর্থ হই।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নূর মোহাম্মদ জানান, আসামি রুপেশ হত্যাকান্ডের পর থেকে পালিয়ে থাকলেও,  প্রযুক্তির সহায়তায় তাকে জোরারগঞ্জ থেকে গত ২০ তারিখ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করি।

পটিয়া থানার ওসি জসিম উদ্দীন জানান, জানিক দে হত্যাকান্ডের আসামি রুপেশ দে'কে জোরারগঞ্জ থানার ইছাখালী এলাকা থেকে আটক করা হয়েছে।

আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে সে জানিক দে'কে হত্যার দায় স্বীকারোক্তি করেছে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework