সমমনা ফাউন্ডেশন এর নতুন কার্যকরী কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মার্চ ২৮, ০১:১৮ অপরাহ্ন

রাউজানে সমমনা ফাউন্ডেশন এর নির্বাহী বোর্ড কর্তৃক গঠিত নির্বাচন কমিটি ২০২৪-২৬ সনের জন্য কার্যকরী কমিটি  গঠন করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হন অঞ্চল কুমার তালুকদার, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুমন বড়ুয়া এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন বরণ বড়ুয়া বাবু ।

পূর্ণাঙ্গ কমিটির তালিকা নিম্নে উল্লেখ করা হলো।

সভাপতি মন্ডলীঃ-

সভাপতিঃ- বাবু অঞ্চল কুমার তালুকদার  (পশ্চিম আবুরখীল)

সহ সভাপতিঃ- বাবু রূপায়ণ বড়ুয়া  (পশ্চিম আবুরখীল)

সহ সভাপতিঃ- বাবু অভয় কুমার বড়ুয়া রানা  (উত্তর ঢাকা খালী), সম্পাদক মন্ডলীঃ-

সাধারণ সম্পাদকঃ- বাবু সুমন বড়ুয়া (আবুরখীল দক্ষিণ  ঢাকাখালী)

যুগ্ম  সাধারণ সম্পাদকঃ-বাবু বিজয় বড়ুয়া বাপ্পা  ( পশ্চিম আবুরখীল)

 অর্থ সম্পাদক  - বরণ বড়ুয়া বাবু  (আবুরখীল উত্তর ঢাকা খালী),

 সাংগঠনিক সম্পাদকঃ- বাবু সত্যজিৎ বড়ুয়া (আবুরখীল নন্দনকানন )

 প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ- বাবু সুশীল বড়ুয়া (পূর্ব আবুরখীল)

সমাজ কল্যাণ সম্পাদকঃ- কেমি  বড়ুয়া  (আবুরখীল উত্তর ঢাকাখালী)

 হিসাব নিরীক্ষক সম্পাদকঃ- বাবু রূপায়ণ বড়ুয়া কাজল  ( আবুরখীল দক্ষিণ ঢাকাখালী)

সাংস্কৃতিক সম্পাদক -স্বদেশ বড়ুয়া খুলু(আবুরখীল নন্দনকানন)

দপ্তর সম্পাদক -রাহুল বড়ুয়া( পশ্চিম আবুরখীল)

 কার্যকরী সদস্য মন্ডলীঃ-

স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া (পশ্চিম আবুরখীল)

তাপস বড়ুয়া (আবুরখীল দক্ষিণ ঢাকা খালী)

বাবু রূপতি রঞ্জন বড়ুয়া  (পূর্ব আবুরখীল)

  বাবু সমীরন তালুকদার (পশ্চিম আবুরখীল)

বাবু ত্রিদিব বড়ুয়া দেবাশীষ  (আবুরখীল নন্দনকানন) প্রমূখ

এছাড়া বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাধন চন্দ্র বড়ুয়া


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework