চট্টগ্রামের রাউজানে দুর্গম টিলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : রবিবার, ২০২৪ এপ্রিল ২১, ০৪:৪৩ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজানের দুর্গম টিলা থেকে মো. নিজাম উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২১ এপ্রিল রবিবার দুপুর ১টায় উপজেলার ১ নং হলদিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বানারসপুর টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের ভূঞাচর মোহাম্মদপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. ফিরোজ ও এলাকার লোকজন জানান, দীর্ঘ ২০-২৫ বছর ধরে হলদিয়া ইউনিয়নের ফকিরটিলা এলাকায় বসবাস করে আসছেন হাতিয়ার নিজাম উদ্দিন। এলাকায় তিনি দিনমজুরী কাজ করতেন। ঈদের সময় পরিবারের সাথে কাটিয়ে গত কয়েকদিন পূর্বে রাউজান এসে আবার দিনমজুরি কাজে যোগ দেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, রবিবার দুপুরে উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

গত কয়েকদিন অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে মৃত্যু হতে পারে এমন ধারনা করলেও ওসি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework