রাউজানে বারি পেঁয়াজ-১ জাত প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : বুধবার, ২০২৪ মার্চ ২৭, ০৩:০৯ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব কর্মসূচির আওতায় বাস্তবায়িত বারি পেঁয়াজ-১ প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ মঙ্গলবার বেলা ২ ঘটিকায়  উপজেলার  শরীফপাড়া গ্রামে মাঠ দিবস  অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,   সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ওসি জাহিদ হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাউজানের কৃষি খাতে বিপ্লব ঘটেছে।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework