রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ২০ বসতঘর

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : রবিবার, ২০২৪ এপ্রিল ২১, ০৬:৫৫ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ২০টি বসতঘর ভষ্মীভূত হয়েছে।

২১ এপ্রিল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ পাঠানপাড়া গ্রামের এই ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন রাউজান ফায়ার সার্ভিসের দমকল বাহিনীকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আনলেও ততক্ষলে বিশ বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর কাজ শুরু করে।

ততক্ষনে ২০টি কাঁচা বসতঘর পুড়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের ইউনিয়ন পরিষদেও পক্ষে দশ কেজি করে চাল, একটি কম্বল, শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছি।

সোমবার উপজেলা প্রশাসনের ত্রাণ ও দুর্যোগ শাখা থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন,ছয় হাজার টাকা অর্থ প্রদান করবেন সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework