রাউজানে সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত,আহত -১

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ এপ্রিল ০২, ০৫:৫৭ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজান উপজেলার ব্যস্ততম হাফেজ বজলুর রহমান সড়কে সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাওলানা ছৈয়দুল হক (৪০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় মাওলানা আলী হোসেন নামের আর একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

২এপ্রিল মঙ্গলবার বিকেল তিনটার দিকে সড়কের হাজীপাড়া বড় মৌলানার মাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত  ছৈয়দুল হক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ কুইছড়ি ইউনিয়নের মৃত নওশার পুত্র। সে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের আইলিখীল দাওয়াত খোলা জামে মসজিদের মুয়াজ্জিন বলে জানা গেছে।  এই ঘটনায় গুরুতর আহত রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের আইলীখীল বায়তুল উলুম জামে মসজিদের খতিব মাওলানা আলী হোসেনের বাড়ি বাঁশখালি উপজেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে হাফেজ বজলুর রহমান সড়কের হাজীপাড়া বড় মৌলানার মাজার সংলগ্ন এলাকায় পাহাড়কলী মুখী মোটরসাইকেলের সঙ্গে  (চট্টমেট্রো-হ ১৪-৪১৪৪) রাউজান জলিলনগরমুখী সিএনজি অটোরিকশার (চট্টগ্রাম-থ ১৪-৬৭৭৩) সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী মাওলানা ছৈয়দুল হক ঘটনাস্থলে প্রাণ হারান৷ এই ঘটনায় গুরুতর আহত মোটর সাইকেলের অপর আরোহী মাওলানা আলী হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে রাউজান থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে ছুটে যান রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ। 

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework