রাউজানের পূর্বগুজরা হাই স্কুলে “পিবিজিএসআই” স্কীমের নগদ অর্থ সহায়তা পেলেন ২০ শিক্ষার্থী।

রাউজান (চট্টগ্রাম)
প্রকাশিত : বুধবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৪, ০১:১৪ অপরাহ্ন

দক্ষিণ রাউজানে পূর্বগুজরা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এস.এস.সি. বিদায়, নবীন বরণ ও পিবিজিএসআই স্কীম এর আওতায় ভূমিহীন, গৃহহীন, অতিদরিদ্র, দুস্থ, এতিম, প্রতিবন্ধি পরিবারের মেধার ভিত্তিতে নগদ অর্থ অনুদান অনুষ্ঠান।

 ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক মো: জামাল শাহ এর সভাপতিত্বে ক্রীড়া শিক্ষক জহির উদ্দীন ও শুভ্রা বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন পূর্বগুজরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন আহমেদ। বিশেষ অথিতি ছিলেন যুবলীগ নেতা রায়হান আহমেদ, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের পরিষদ সদস্য মোহাম্মদ আলী, ইউপি সদস্য মো: খালেদ, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক এম. রমজান আলী, সদস্য এয়ার খাঁন, জমির ইসলাম। সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসাইন, সি:শিক্ষক অসিত বরণ ধর, মো: আতিক উল্লাহ চৌধুরী, পংকজ কুমার ধর, শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস, হুমায়রা আফরিন, কামরুন নেছা, প্রিয়া আকতার, রানী আকতার, মো: রাকিব, পপি আকাতর। উপস্থিত ছিলেন শিক্ষক বেবী আকতার, স্বপন দাশ, মো: জাহেদুল আলম, সমর চৌধুরী, মো: জাহেদ। অনুষ্ঠানে মেধার ভিত্তিতে পিবিজিএসআই স্কীম কতৃর্ক প্রাপ্ত ২০জন শিক্ষার্থীদের মাঝে নগদ পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework