অনুমতি ছাড়া ওমরাহ পালন করলেই বিপদ

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ এপ্রিল ০৩, ১১:২২ পূর্বাহ্ন

অনুমতি ছাড়া ওমরাহ পালন করতে গিয়ে ধরা পড়লে তাকে প্রায় দুই লাখ ৩০ হাজার টাকা (১০ হাজার সৌদি রিয়াল) জরিমানা গুনতে হবে বলে সতর্ক করেছে সৌদি আরব প্রশাসন।

শনিবার (২ এপ্রিল) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ নিরাপত্তা বিষয়ক সরকারি সংস্থা-পাবলিক সিকিউরিটি এ সতর্কবার্তা দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট। 

সংস্থাটি জানিয়েছে, তাওয়াক্কালনা আবেদনের পারমিট চেক করার সময় ওমরাহ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র, বাসস্থান, পাসপোর্ট নম্বর বা বর্ডার নম্বর মিলিয়ে দেখা হবে। 

এর আগে পবিত্র রমজান মাসে ওমরাহ পালন করতে আগ্রহীদের জন্য তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে আগাম পারমিট বুকিং করার অপশন চালু করে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 

তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনে নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে, যার নাম ‘মানাষিক গেট (Manasik Gate)’। এই অপশনের আইকনে ক্লিক করে রমজান মাসে ওমরাহ পালন করতে আগ্রহী যেকোনো সৌদি নাগরিক বা প্রবাসী পারমিটের জন্য আগাম বুকিং করতে পারবেন। 

তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মানাষিক গেট অপশনের মাধ্যমে সৌদি আরবে অবস্থানরত যেকোনো সৌদি নাগরিক বা প্রবাসী নিজেদের সুবিধামতো দিনে এবং সময়ে পবিত্র ওমরাহ পালন করার অনুমতির জন্য আবেদন করতে পারবেন।  

আবেদন সাপেক্ষে তাদের পছন্দ মতো সময়ে ওমরাহ পালনের পারমিট প্রদান করা হবে। 

উল্লেখ্য, ‘মানাষিক গেট’ অপশনটি চালু হওয়ার পর থেকে রমজান মাসের প্রতি শুক্রবারে ওমরাহ পালনের জন্য বেশি আবেদন জমা পড়ছে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework