হোসেন ছখিনা ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, কর্ণফুলী
প্রকাশিত : শুক্রবার, ২০২৪ মার্চ ২২, ০৭:৩০ অপরাহ্ন

কর্ণফুলীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে হোসেন ছখিনা ফাউন্ডেশনের  উদ্যোগে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়।

শুক্রবার (২২ মার্চ)বিকাল ২ঘটিকায় হোসেন ছখিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমতা শিপিং এন্ড ট্রেডিং এজেন্সি চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমানের  উদ্যোগে প্রতি বছরের ন‍্যায় এবারও ৫শ পরিবারের মাঝে নগদ অর্থ ঈদ উপহার বিতরণ করা হয়।

বিতরণ সময় আরও উপস্থিত ছিলেন চরলক্ষ‍্যা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, ফাউন্ডেশনের পরিচালক বিবি ওয়েজাদা মিনু,সাজেদা হোসেন,শহিদুল ইসলাম বাবু,মোহাম্মদ শাহজাহান,শাহা জামাল মনু।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আজিজুর রহমান  বলেন প্রতিবছরের ন্যায় রমজানে সাধারন মানুষের মাঝে এবারও ইফতার সামগ্রী বিতরণ করেছি। আজ চরলক্ষ‍্যা দু:স্থ্য মানুষের সাথে ঈদের আনন্দ ভাগা ভাগি করতে এই ঈদ উপহার নগদ অর্থ নিয়ে এসেছি । ঈদ শুধু আমার পরিবার নিয়ে নয় চরলক্ষ‍্যা ও কর্ণফুলী বাসীকে নিয়ে ঈদের আনন্দ ভাগা ভাগি করতে চাই!


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework