মঙ্গলবার, ২০২৫ আগস্ট ১২, ২৭ শ্রাবণ ১৪৩২
#
খেলা খেলা

এ যেন আরেক মাশরাফী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ১৫, ১০:৪৫ পূর্বাহ্ন
#
গেলো বছর যুব বিশ্বকাপে যার পেস তাণ্ডবে মাটিতে নেমেছিলো ভারতের অহম। ফাইনালে তিন উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ।কিন্তু হঠাৎই যেন ছন্দপতন। সখ্যতা ইনজুরির সঙ্গে। এরপর থেকে মাস ছয়েক পেরুলো রিহ্যাবেই আছেন এই টাইগার যুবা। সতীর্থরা যখন মাঠ মাতাচ্ছেন তখন অভিষেক লড়ছেন চেনা শত্রু ইনজুরির বিপক্ষে। অভিষেক দাশ অরণ্য বলেন, আমার ট্রিটম্যান্ট চলছে। খেলতা না পারাটা অনেক কঠিন। খারাপ লাগে। তবে অনেক কিছুই শিখেছি।তবে সেখানে আছে অনুপ্রেরণা। সেটা নড়াইলের আরেক সন্তান মাশরাফীর জন্য। ম্যাশের মতোই অভিষেকও পেসার, বাটিংটাও করেন জুঁতসই। ইনজুরির এই কঠিন সময়ে বাস্তবতাকে মেনে অনুপ্রেরণা খোঁজেন মাশরাফীতেই। অভিষেক দাশ অরণ্য আরো বলেন, মাশরাফী ভাই বলেছেন যেভাবে আগাচ্ছি সেভাবেই আগাতে। আমাকে সব সময় সাহস দেয়। সব ঠিক থাকলে আগামী জুলাই  পুরোপুরি মাঠে ফিরতে পারবেন অভিষেক। ২৪ টিভি/এডি
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video