চূড়ান্ত হলো পিএসএলের প্লে-অফ সূচি

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ ফেব্রুয়ারী ২২, ১১:৩৭ পূর্বাহ্ন

বিপিএল শেষের পর এবার আরেক ফ্র্যাঞ্চাইজি ইতি টানতে যাচ্ছে। পিএসএলের প্লে-অফের সূচি চূড়ান্ত হয়েছে। ১০ ম্যাচে ৯ জয় নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে মুলতান সুলতান্স। আর প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে করাচি কিংস ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স।

বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতান্স রেকর্ড গড়া ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে। দলটি ১০ ম্যাচ খেলে ৯টিতেই জয়লাভ করেছে। এদিকে ১০ ম্যাচে ৬টি করে জয় পেয়েছে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি।

তবে রানরেটের হিসেবে এগিয়ে থাকায় লাহোর দখল করেছে দ্বিতীয় স্থান। এতে ফাইনালে ওঠার জন্য দুটি সুযোগ পাবে দলটি। ইসলামাবাদ ইউনাইটেড মাত্র ৪ জয় নিয়ে নিশ্চিত করেছে এলিমিনেটর, চতুর্থ স্থানে থেকে। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও রান রেটে পিছিয়ে থাকায় বাদ পড়েছে কোয়েট্টা।

২৩ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে মুলতান ও লাহোর। পরদিন এলিমিনেটরে পেশোয়ারের প্রতিপক্ষ ইসলামাবাদ। ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হবে প্রথম এলিমিনেটরের জয়ী দল ও কোয়ালিফায়ারের পরাজিত দল। ২৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল।

পিএসএল প্লে-অফের সূচি

কোয়ালিফায়ার
২৩ ফেব্রুয়ারি: মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দার্স (রাত ৮.৩০)


প্রথম এলিমিনেটর
২৪ ফেব্রুয়ারি: পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেড (রাত ৮.৩০)


দ্বিতীয় এলিমিনেটর
২৫ ফেব্রুয়ারি: কোয়ালিফায়ার পরাজিত বনাম প্রথম এলিমিনেটর জয়ী (রাত ৮.৩০)


ফাইনাল
২৭ ফেব্রুয়ারি: কোয়ালিফায়ার জয়ী বনাম দ্বিতীয় এলিমিনেটর জয়ী (রাত ৮.৩০)

 


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework