নারী ক্রিকেটারের সাথে যৌন কেলেঙ্কারি কোচ বহিষ্কার

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ Jun ১৯, ০১:৩৯ অপরাহ্ন

পাকিস্তান ক্রিকেট বোর্ড ফের উত্তাল! তবে এবার ক্রিকেট দুর্নীতি নয়। তার চেয়েও বড় বিতর্কের মুখে পাক বোর্ড। সে দেশের জাতীয় পর্যায়ের কোচ নাদিম ইকবালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এক মহিলা ক্রিকেটার। অভিযোগের ভিত্তিতে নাদিমকে পিসিবি নির্বাসিত করেছে এবং তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ঘটনা চক্রে নাদিম প্রথম শ্রেণির ক্রিকেটে পাক কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের সঙ্গে অভিষেক করেছিলেন। নাদিম নিজেও তাঁর ক্রিকেট ক্যারিয়ার ছিলেন একজন ফাস্ট বোলার।  

পিসিবির এক কর্মকর্তা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পাশাপাশি জানিয়েছেন, এটি এখন আর বোর্ডের হাতে নেই। বরং অপরাধের তদন্ত করার দায়িত্ব নিয়েছে পুলিশ। তাই দেশের আইনেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে নাদিমের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমরা কোনো ধরনের অপরাধের তদন্ত করতে পারবো না। কারণ এটি পুলিশের কাজ। তবে আমরা এখন দেখছি আমাদের সঙ্গে থাকা চুক্তির কোনো শর্ত তিনি ভেঙেছেন কি না।’

যদিও এই ঘটনার সূত্রপাত বেশ কিছু বছর আগে। পাকিস্তানের ওই মহিলা ক্রিকেটার  থানায় অভিযোগ করেছেন নাদিমের বিরুদ্ধে। তাঁর দাবি, কয়েক বছর আগে মুলতানে পিসিবি'র পক্ষ থেকে মহিলা ক্রিকেট দলের ট্রায়াল আয়োজন করা হয়েছিল। সেখানেই কোচ ছিলেন নাদিম। অভিযোগকারিনী এক ভিডিও বার্তায় বলেন, "কোচ আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মহিলা দলে সুযোগ পাইয়ে দেওয়ার। এর পাশাপাশি তিনি বলেছিলেন যে, পাক বোর্ড চাকরি করিয়ে দেবেন। কিন্তু দিনের পর দিন উনি বন্ধুদের নিয়ে আমাকে যৌন হেনস্থা করেছেন। সেই ঘটনার ভিডিও  করে আমাকে ফাঁসানোর চেষ্টাও করেছেন।" এখন দেখার বিষয় পিসিবি কী পদক্ষেপ নেয়।


সম্পাদক : মোহাম্মদ তাইফুর রিয়াজ
ব্যবস্থাপনা পরিচালক :  মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক :   এম.এ কাইয়ুম 
উপ-সম্পাদক: মোঃ সামশুল কবির শাহীন

 

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : dainikchattogramerpatabd@gmail.com

কপিরাইট © 2018-2024 দৈনিক চট্টগ্রামের পাতা
Design & Developed by Smart Framework